ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

শপথ শেষে বিচারপতি সঞ্জীব খান্না ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ১৬:১১

ভারতের সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। সোমবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি সঞ্জীব খান্নাকে শপথ বাক্য পাঠ করান। 

জানা যায়, নতুন বিচারপতি থাকবেন মাত্র ছয় মাস। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী বছর ২০২৫ এর ১৩ মে পর্যন্ত। 

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংসহ অনেকেই। এর আগে প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে রোববার ১০ নভেম্বর। তারপরের দিন সোমবার সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব বুঝে নেন সঞ্জীব খান্না।

অক্টোবরের শেষেই শোনা যাচ্ছিল পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন খান্না। নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর নেওয়ার মাস খানেক আগে কেন্দ্রীয় আইন মন্ত্রণালয় তাঁর কাছে পরবর্তী বিচারপতি কে হবেন জানতে চেয়ে চিঠি দেয়। তখনকার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁর পরর্বতী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার নাম সুপারিশ করেন। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর নিয়োগপত্রে সই করে জানিয়ে দেন সুপ্রিম কোর্টের দায়িত্ব এবার নিতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। 

বিচারপতি খান্না দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেব রাজ খান্নার ছেলে এবং বিশিষ্ট প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি এইচআর খান্নার ভাইপো। পড়াশোনা শুরু বারখাম্বা রোডের মর্ডান স্কুল থেকে। পরবর্তী সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ল পাশ করেন। ১৯৮৩ সালে শুরু করেন চাকরি জীবন। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টে এরপর ২০১৯ সালে কাজ শুরু করেন সুপ্রিম কোর্টে। ছিলেন দিল্লি বার কাউন্সিলের মেম্বারও।

আরও পড়ুন

×