মধ্যপ্রাচ্য সংকট
লেবানন-গাজায় যুদ্ধ বন্ধের দাবি সৌদি যুবরাজের
লেবাননে পেজার হামলার দায় স্বীকার নেতানিয়াহুর

ছবি: আল-জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ২২:০৮
লেবানন ও গাজায় ইসরায়েলের যুদ্ধ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান (এমবিএস)। সোমবার রিয়াদে অনুষ্ঠিত আরব লিগ ও ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনি ও লেবাননের জনগণের ওপর ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে এর নিন্দা জানান এমবিএস।
সালমান বলেন, ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে সম্মান দেখাতে হবে। ইসরায়েল অবশ্যই ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারবে না। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও লেবাননে যে সংকট দেখা দিয়েছে, তার সুরাহা করতেই এই সম্মেলন ডাকা হয়েছে। সম্মেলনে দেওয়া ভাষণে গাজায় ইসরায়েলের অভিযানের নিন্দা জানান সৌদি যুবরাজ।
উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী ‘গণহত্যা’চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গাজা ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে তৎপরতা চালাচ্ছে, তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতিসহ আরব লিগ ও ওআইসির সদস্য দেশগুলোর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে উপস্থিত ছিলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুবরাজ সালমানকে ফোনকলে তিনি জানিয়েছেন, সম্মেলনে ইরানের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
এদিকে গত সেপ্টেম্বরে লেবাননে যোগাযোগযন্ত্রে বিস্ফোরণ ঘটানোর অনুমতি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার অনুমোদন সাপেক্ষেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগযন্ত্র পেজারে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন নেতানিয়াহুর মুখপাত্র ওমের ডস্ট্রি।
ওই হামলায় লেবাননে ৪০ জনের বেশি নিহত হয়েছিলেন। এ ছাড়া আহত হয়েছিলেন প্রায় তিন হাজার। হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত সেসব পেজার বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত আছে বলে শুরু থেকেই সন্দেহ করে আসছিল দলটি। এবার সেই বিষয়টি নিশ্চিত করল ইসরায়েল।
এদিকে সোমবার গাজায় ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি আহত হয়েছে। উপত্যকাটির নুসাইরাত শরণার্থী শিবিরে আটকা পড়েছে বহু পরিবার। এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদ্রেই দক্ষিণ লেবানন থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছেন। খবর আল-জাজিরা ও রয়টার্সের
- বিষয় :
- সৌদি যুবরাজ
- গাজা
- লেবানন
- আরব দেশ