ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মানবতাবিরোধী অপরাধ

দুতার্তেকে গ্রেপ্তার চাইলে আইসিসিকে সহযোগিতা দেবে ম্যানিলা

দুতার্তেকে গ্রেপ্তার চাইলে আইসিসিকে সহযোগিতা দেবে ম্যানিলা

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ | ১৯:৪৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ | ২০:২১

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তাঁর শাসনামলে (২০১৬-২০২২) মাদকবিরোধী অভিযানে হাজার হাজার লোককে বিনা বিচারে হত্যা করেছিলেন। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এসব হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ধরে তদন্ত করছে। 

দেশটির বর্তমান সরকার আইসিসিকে জানিয়েছে, দুতার্তেকে গ্রেপ্তার করতে চাইলে ম্যানিলা পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। দুতার্তের পরই তিনি দেশটির ক্ষমতায় আসেন। মানবাধিকার গোষ্ঠীগুলোর বক্তব্য, দুতার্তের আমলে মাদকবিরোধী অভিযানে ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছিল।

এ বিষয়ে গত বুধবার মুখ খোলেন দুতার্তে। এক বক্তব্যে তিনি বলেন, আইসিসি এখনই তদন্ত শুরু করুক। তদন্তে দোষী সাব্যস্ত হলে তিনি কারাগারে যেতেও রাজি। অবশ্য পরে দুর্তাতে বিতর্কিত মন্তব্যও করেন। তিনি বলেন, আইসিসির তদন্তকারীকে সামনে পেলে তিনি লাথি মারবেন।

ফিলিপাইনের মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য লুকাস বারসামিন বলেছেন, দুতার্তে যদি আইসিসির কাছে আত্মসমর্পণ করতে চান, সরকার তাতে আপত্তি দেবে না। আর আইসিসি যদি রেড নোটিশ জারি করেন, তাহলে সরকার তাঁকে আদালতের কাছে তুলে দিতে বাধ্য হবে। 

দুতার্তে ২০১৯ সালে আইসিসি থেকে ফিলিপাইনকে প্রত্যাহার করে নিয়েছিলেন। বর্তমান প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র বলেছেন, সংস্থাটিতে পুনরায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনা ম্যানিলার নেই।

আরও পড়ুন

×