ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মসজিদের ভেতরেই ইমাম খুন

মসজিদের ভেতরেই ইমাম খুন

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ০৮:৩৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ | ১১:১৬

দক্ষিণ আফ্রিকায় মসজিদের একজন ইমামকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির পুমালাঙ্গা প্রদেশের কোয়াগা ফনটেইনে এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ইমাম মালাওয়ের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার কোয়াগা ফনটেইন মসজিদের ইমামকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘরের তালা ভেঙে ভিতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, মসজিদে নামাজ পড়ে ইমামের কক্ষের দরজায় রক্তের ফোটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তখন পুলিশ এসে দরজার তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। কে বা কারা তার হাতের কব্জি কেটে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করে রুমের এক কোণে পেলে রেখে বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। 

উল্লেখ্য, দেশটিতে ২০১৮ সালে একটি শিয়া মসজিদের ইমামকে গলা গেটে হত্যা করে মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।

আরও পড়ুন

×