ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ধনকুবের হওয়ার্ড লাটনিককে বাণিজ্যমন্ত্রী করছেন ট্রাম্প 

ধনকুবের হওয়ার্ড লাটনিককে বাণিজ্যমন্ত্রী করছেন ট্রাম্প 

হওয়ার্ড লাটনিক। ছবি-এনপিআর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ০৯:২৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ | ০৯:৫১

ধনকুবের হওয়ার্ড লাটনিককে নিজ প্রশাসনে বাণিজ্যমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

লাটনিক রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি–সংক্রান্ত দলের কো–চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান।

মঙ্গলবার এক বিবৃতিতে লাটনিকের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, তাঁর (লাটনিক) ওয়াল স্ট্রিটে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে। 

তিনি আরও বলেন, লাটনিক যুক্তরাষ্ট্রের রাজস্ব ও বাণিজ্যের বিষয়গুলোয় নেতৃত্ব দেবেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অতিরিক্ত প্রত্যক্ষ দায়িত্বও সামলাবেন।

আরও পড়ুন

×