ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিধানসভা নির্বাচন

মহারাষ্ট্রে এগিয়ে এনডিএ, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট

মহারাষ্ট্রে এগিয়ে এনডিএ, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট

প্রতীকী ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ১৯:২২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ | ২১:২৩

ভারতের মহারাষ্ট্র, ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবঙ্গসহ ১৪টি রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্র ও দুইটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে দুটি লোকসভার আসন ছিল কেরালা ও মহারাষ্ট্রে। 

ইন্ডিয়া টুডের ওয়েবসাইটের তথ্যমতে, মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে এনডিএ জয় পেয়েছে ২০৭টিতে, এগিয়ে রয়েছে ২৭টিতে। আর ইন্ডিয়া জোট জয়ী ৪১টি আসনে, এগিয়ে রয়েছে ৭টিতে। ঝাড়খণ্ডে ৮১টি আসনের মধ্যে ৫৪টি আসনে জয় পেয়েছে ইন্ডিয়া জোট, এগিয়ে রয়েছে দুইটিতে। এনডিএ জয় পেয়েছে ২১টি আসনে এবং এগিয়ে রয়েছে তিনটিতে।

বিধানসভার উপনির্বাচনের আসনগুলো হলো- উত্তরপ্রদেশে ৯টি, রাজস্থানে সাতটি, পশ্চিমবঙ্গে ছয়টি, আসামে পাঁচটি, বিহারে চারটি, পাঞ্জাবে চারটি, কর্ণাটকে তিনটি, মধ্যপ্রদেশে দুইটি, কেরালায় দুইটি, সিকিমে দুইটি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী) এবং ছত্রিশগড়, গুজরাট, মেঘালয়, উত্তরাখন্ডে একটি করে।

পশ্চিমবঙ্গের যে ছয়টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল তার সব কয়টিতেই জয়লাভ করেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রগুলো হলো- সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, হাড়োয়া ও নৈহাটি। 

গত ২০২১ সালের বিধানসভার নির্বাচনে এই ছয়টি আসনের মধ্যে কেবল মাদারিহাট আসনে জয় পেয়েছিল বিজেপি, বাকি পাঁচটিই তৃণমূলের দখলে ছিল। কিন্তু এবারের উপনির্বাচনে সেই আসনটিও নিজের দখলে নিল তৃণমূল। 

সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সঙ্গীতা রায়, মাদারিহাট কেন্দ্রে জয়প্রকাশ তোপ্পো (তৃণমূল), তালডাংরা কেন্দ্রে ফাল্গুনী সিংহবাবু (তৃণমূল), মেদিনীপুর কেন্দ্রে সুজয় হাজরা (তৃণমূল), হাড়োয়া কেন্দ্রে এস.কে রবিউল ইসলাম (তৃণমূল) এবং নৈহাটি কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। 

এই ছয় বিধানসভা কেন্দ্রের বিধায়করা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন। ফলে এই আসনগুলোতে উপনির্বাচন হয়।  

গত ৯ আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড এবং পরে একাধিক নারী নির্যাতনের ঘটনার মধ্যে গত ১৩ নভেম্বর এই ছয়টি আসনে উপনির্বাচন হয়। 

বিজেপির প্রত্যাশা ছিল, আরজি করের মতো ইস্যুকে কাজে লাগিয়ে তারা নিজেদের পালে হওয়া টানতে পারবে। তবে ভোটারদের মন জয় করে শেষ হাসি হাসলো তৃণমূল। 

জয়ের পরই পশ্চিমবঙ্গের মা-মাটি-মানুষকে অভিবাদন জানিয়েছেন তৃণমূল নেত্রী ও রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেন, ‘আমার অন্তরের অন্তস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।’

আরও পড়ুন

×