ইসলামাবাদের ডি-চক রণক্ষেত্র

ছবি: ডন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ | ১৯:০২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ | ২১:০৭
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে ইসলামাবাদ শহরের কেন্দ্রস্থল ডি-চক এলাকায় জড়ো হয়েছেন হাজারো পিটিআই সমর্থক। তবে ইসলামাবাদে পৌঁছানোর পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়েন। অন্যদিকে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এখন শহরটির ডি-চক এলাকা পুরোপুরি রণক্ষেত্র পরিণত হয়েছে। খবর ডনের
ইমরানের সমর্থকরা যেন রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোতে ঢুকে পড়তে না পারেন সেজন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই সামাজিক যোগযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, পুলিশের গুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মুলতান, রাজানপুর, গুজরাট, দেরা গাজি খানসহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরে ইন্টারনেট-সেবা ব্যাহত হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মঙ্গলবার জানিয়েছেন, সরকার সবভাবে পিটিআই নেতাদের আশ্বস্ত করার চেষ্টা করছে। কিন্তু তারা আলোচনার সুযোগকে কাজে লাগিয়ে সময়টা নিচ্ছেন আর রাজধানীর কেন্দ্রের দিকে এগোচ্ছেন।
এদিকে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইসলামাবাদে গণমাধ্যমকে বলেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির উদ্দেশ্যই হলো মানুষ মারা যাক। বিক্ষোভকারীদের অনেককে অর্থ দিয়ে আনা হয়েছে। অন্যের সন্তানদের এখানে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ডি-চক হলো ইসলামাবাদের অত্যন্ত সুরক্ষিত রেড জোনের একটি গোলচত্বর। দীর্ঘদিন ধরে এই চত্বর রাজনৈতিক প্রতিবাদের অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই এলাকায় পার্লামেন্ট হাউস, সুপ্রিম কোর্ট, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে।