ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কী?

মেহবুবা মুফতির মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক

ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কী?

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ১২:২০ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৯

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতির সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক শুরু হয়েছে। ভারতও বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি দেশ দুটির অবস্থানের বিষয়ে তিনি বলেছেন, “ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলে তা বাংলাদেশের অবস্থার মতোই হবে।”

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে। যদি ভারতে সংখ্যালঘুদের ওপরও নির্যাতন করা হয়, তাহলে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কী? আমি ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না।’ খবর- এনটিভি

মেহবুবা মুফতি উত্তর প্রদেশের সম্ভলে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ১৯৪৭ সালের পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। যুব সমাজ চাকরি পাচ্ছে না, হাসপাতালে স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নত করা হচ্ছে না। মন্দির খোঁজার জন্য মসজিদ ধ্বংসের চেষ্টা চলছে। সম্ভল ঘটনা খুবই দুর্ভাগ্যজনক।’

উল্লেখ্য, সম্ভলে শাহী জামা মসজিদের ওপর আদালতের নির্দেশে সমীক্ষার সময় সংঘর্ষে চারজন নিহত ও বহু মানুষ আহত হন। মসজিদটি নিয়ে বিতর্কের মূল কারণ হলো- পিটিশনে দাবি করা হয়েছে এটি একটি প্রাচীন হিন্দু মন্দিরের জায়গায় নির্মিত। সমীক্ষার আদেশ ঘিরে স্থানীয়দের বিরোধিতার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং ভারতের জাতীয় পতাকা অবমাননার ছবি- দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। ক্রমবর্ধমান সহিংসতার ঘটনা উল্লেখ করে ভারত জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

মেহবুবা মুফতির মন্তব্য এবং সাম্প্রতিক ঘটনাগুলো ভারত-বাংলাদেশ সম্পর্ক ও সংখ্যালঘু অধিকার নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

আরও পড়ুন

×