ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আজমির শরিফের স্থানে মন্দিরের দাবিতে মামলা

আজমির শরিফের স্থানে মন্দিরের দাবিতে মামলা

ভারতের রাজস্থানে সুফিসাধক মঈনুদ্দিন চিশতির দরগা আজমির শরিফ। ছবি: অপইন্ডিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩৮

ভারতের রাজস্থানে সুফিসাধক মঈনুদ্দিন চিশতির দরগা আজমির শরিফ শিব মন্দিরের ওপর তৈরি হয়েছিল বলে দাবি করে একটি মামলা করেছেন এক হিন্দু নেতা। মামলাটি শুনানির জন্য গ্রহণ করে সব পক্ষকে নোটিশ দিয়েছেন আদালত।

এতে বলা হয়, মামলাটি করেন ডানপন্থি দল হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্ত। আগামী ২০ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এ ছাড়া আজমির শরিফ দরগাহর ওপর জরিপের নির্দেশ দিয়েছেন আদালত। দাবির পক্ষে তিনটি যুক্তি দেখিয়েছেন বিষ্ণু। বিবিসি।

আরও পড়ুন

×