ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রাম্পের বিতর্কিত মনোনয়ন

কেনেডির যোগ্যতা নিয়ে প্রশ্ন, বিরোধিতা করে ৭৭ নোবেল বিজয়ীর খোলা চিঠি 

কেনেডির যোগ্যতা নিয়ে প্রশ্ন, বিরোধিতা করে ৭৭ নোবেল বিজয়ীর খোলা চিঠি 

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৪:১৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৪:১৮

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের সচিব হিসেবে মনোনীত রবার্ট এফ কেনেডি জুনিয়রের মনোনয়ন নিয়ে বিরোধিতা করেছে ৭৭ জন নোবেল পুরস্কার বিজয়ী। মি. কেনেডিকে HHS-এর দায়িত্বে রাখা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হবে উল্লেখ করে ৭৭ জন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সিনেটের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন।

মেডিসিন, কেমিস্ট্রি, ফিজিক্স এবং অর্থনীতির ৭৭ জন নোবেল বিজয়ীর স্বাক্ষরিত এই চিঠিতে তারা কেনেডির “যোগ্যতার অভাব” এবং টিকা বিরোধী বিশ্বাসের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। খবর- এএফপি

তারা জানান, রবার্ট কেনেডি পেশায় একজন পরিবেশ আইনজীবী হওয়ায় চিকিৎসা বা জনস্বাস্থ্যে তার কোনো অভিজ্ঞতা নেই। তিনি বহু বছর ধরে টিকার সাথে অটিজমের সম্পর্কযুক্ত ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন এবং সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কেও ভুল তথ্য ছড়িয়েছেন। এর আগে রবার্ট কেনেডি বলেছেন, তিনি ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের পানীয় জলে থাকা ফ্লোরাইড অপসারণের জন্য কাজ করবেন। অথচ ফ্লোরাইডের সংযোজন দাঁতের ক্ষয় রোধে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত।

নোবেল বিজয়ীরা চিঠিতে আরও লিখেছেন, “চিকিৎসা, বিজ্ঞান, জনস্বাস্থ্য বা প্রশাসনে প্রাসঙ্গিক অভিজ্ঞতা বা যোগ্যতার অভাবের পাশাপাশি, মি. কেনেডি হাম ও পোলিও প্রতিরোধকারী টিকাসহ অনেক স্বাস্থ্য রক্ষাকারী এবং জীবন রক্ষাকারী টিকার বিরোধীতা করেছেন।”

যার ফলে নোবেল বিজয়ীরা সিনেট সদস্যদের প্রতি কেনেডির নিয়োগ নিশ্চিতকরণের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য জোরালো অনুরোধ জানান। 

ট্রাম্পের মন্ত্রিসভায়  রবার্ট এফ কেনেডি একমাত্র বিতর্কিত মনোনীত ব্যক্তি নন। প্রতিরক্ষা বিভাগের নেতৃত্বে মনোনীত ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অতিরিক্ত মদ্যপানের অভিযোগ রয়েছে। এজন্য তার মনোনয়ন স্থগিত রয়েছে। 

এছাড়াও অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের প্রথম পছন্দ, সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ, অপ্রাপ্তবয়স্কের সাথে যৌন সম্পর্কের অভিযোগে তদন্তের মুখে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।


 

 

আরও পড়ুন

×