ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ফুটবলার

জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ফুটবলার

মিখাইল কাভেলাশভিলি। ছবি: বিবিসি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ০২:০৯

জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। তিনি কট্টর পশ্চিমাবিরোধী হিসেবে পরিচিত। ৫৩ বছর বয়সী মিখাইল ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির এমপি ছিলেন। 

গতকাল শনিবার ইলেক্টোরাল কলেজ ভোটের ২২৫ সদস্যের ২২৪ জন তাঁকে ভোট দেন। 

তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করাকে কেন্দ্র করে জর্জিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে। চার প্রধান বিরোধী দল মিখাইলকে প্রত্যাখ্যান ও সংসদ বয়কট করেছেন। তাদের দাবি, গত অক্টোবরের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। 

এদিকে বর্তমান প্রেসিডেন্ট সালোমে জোরাবিচভিলি ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাকিদজে বলেছেন, ২৯ ডিসেম্বর মেয়াদ শেষে সালোমেকে সরে যেতে হবে। সূত্র: বিবিসি।

আরও পড়ুন

×