ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক

মনমোহন সিংয়ের মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: হিন্দুস্তান টাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩৫

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। সেই সঙ্গে তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সরকারপ্রধানের মৃত্যুতে বাতিল করা হয়েছে শুক্রবারের সরকারি সব কর্মসূচি। জাতীয় শোক পালনের অংশ হিসেবে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আর শোকের দিনগুলোতে কোনো আনুষ্ঠানিক বিনোদন থাকবে না।

কংগ্রেসের পক্ষ থেকে আগামী সাত দিনের জন্য দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ দলের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। এ সময়ে দলীয় পতাকাও অর্ধনমিত থাকবে।

বৃহস্পতিবার নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে মনমোহন সিং মারা যান। অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে নাম লেখানো কংগ্রেসের বর্ষীয়ান এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৯২ বছর।

বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভোগা সাবেক এই প্রধানমন্ত্রী এদিন বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×