ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইউক্রেনে ধরা পড়ল উ. কোরীয় সেনা

ইউক্রেনে ধরা পড়ল উ. কোরীয় সেনা

সেনাদের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিং জন উন। ছবি: গার্ডিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ২১:০৯

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরীয় সেনা রাশিয়ার পক্ষে লড়ছে বলে দাবি করে আসছিল ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা। তবে এমন দাবির পেছনে তাদের কাছে জোরালো কোনো প্রমাণ ছিল না। এবার আহত এক উত্তর কোরীয় সেনাকে ইউক্রেন বন্দি করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

শুক্রবার দেশটির একটি গুপ্তচর সংস্থা এই খবর নিশ্চিত করেছে। পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালী করতে উত্তর কোরীয় বাহিনী পাঠানোর পর এ ধরনের প্রথম ঘটনা এটি।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বলেছে, মিত্র দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে রিয়েল টাইম তথ্য আদান-প্রদানের মাধ্যমে একজন আহত উত্তর কোরিয়ার সেনাকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন

×