ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অভিষেক বক্তব্যে ট্রাম্প

মেক্সিকো উপসাগরের নাম বদলে দেব, ফেরত নেব পানামা খাল 

মেক্সিকো উপসাগরের নাম বদলে দেব, ফেরত নেব পানামা খাল 

পানামা খাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ০২:২১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ | ০২:৪৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক বক্তব্যে মেক্সিকো উপসাগরের নাম বদলানো ও পানামা খাল দখলের ডাক দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, খুব শিগগির আমরা মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখব।

পানামা খালের নিয়ন্ত্রণ পানামার কাছে দেওয়ার সিদ্ধান্তকে ‘বোকামি’ মন্তব্য করে ট্রাম্প বলেছেন, ‘এমন বোকার মতো উপহার কখনও দেওয়া উচিত না। তারা (পানামা) আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। এই খাল দিয়ে চলাচল করা মার্কিন সামরিক-বেসামরিক সব জাহাজের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে।  

পানামা খাল চীনারা পরিচালনা করছে বলে ভুল অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা চীনকে এই খাল দিইনি, পানামাকে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা এটি আবার ফেরত নেব।’

আরও পড়ুন

×