ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গাজার যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ রয়েছে ট্রাম্পের

গাজার যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ রয়েছে ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ১৪:৪৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ | ১৬:৩৫

দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মন্তব্য করেছেন। গাজা যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিশ্চিত নই যে এই যুদ্ধবিরতি কত দিন টিকবে। এটি আমাদের যুদ্ধ নয়, এটি তাদের যুদ্ধ। তাই এই যুদ্ধবিরতি নিয়ে আমি আত্মবিশ্বাসী নই।

তিনি আরও বলেন, হামাস দুর্বল হয়ে পড়েছে এবং গাজা এখন একটি "বিধ্বস্ত ধ্বংসস্তূপের মতো"।

একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে তার অভিজ্ঞতা উল্লেখ করে ট্রাম্প বলেন, গাজা একটি সমুদ্রতীরবর্তী অঞ্চল। এই অবস্থানকে কাজে লাগিয়ে  গাজায় অসাধারণ কিছু করা সম্ভব।

তিনি আরও মন্তব্য করেন, "এটি একটি দুর্দান্ত জায়গা। আপনি জানেন, সবকিছুই ভালো হতে পারে।"

ট্রাম্পের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে আবারও আলোড়ন তুলেছে এবং গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সূত্র-বিবিসি

আরও পড়ুন

×