ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে বন্দুকযুদ্ধে ১৬ নকশাল সদস্য নিহত

ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে বন্দুকযুদ্ধে ১৬ নকশাল সদস্য নিহত

ছবি: সংগৃহীত

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ১৯:৫৯

ভারতের ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে যৌথ নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৬ নকশাল সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে নোয়াপাড়া জেলা এবং ছত্তিশগড়ের গাড়িয়াবন্ধ জেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, সীমান্ত এলাকাযর জঙ্গলে নকশাল বাহিনীর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় বন্দুকযুদ্ধে ১৬ জন নকশাল সদস্য নিহত হয়। অভিযানে প্রচুর অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এই সংঘর্ষে প্রাণ হারিয়েছে জয়ারাম রেড্ডি ওরফে চালাপাঠি নামে সিনিয়র নকশাল কমান্ডার। যার মাথার দাম ধার্য করা হয়েছিল ১ কোটি রুপি। 

ওড়িশা পুলিশ জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নকশাল সদস্যদের খোঁজে আরও অভিযান চলছে।

আরও পড়ুন

×