ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বদলে দেওয়া হলো মেক্সিকো উপসাগরের নাম 

বদলে দেওয়া হলো মেক্সিকো উপসাগরের নাম 

নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ১৪:৩৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ | ১৪:৪১

মেক্সিকো উপসাগরের নাম আনুষ্ঠানিকভাবে পাল্টে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন। শুক্রবার ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিভাগ জানায়, এখন থেকে মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নাম হবে ‘গালফ অব আমেরিকা’ বা ‘আমেরিকা উপসাগর’।

সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কার ‘ডেনালি’ পর্যত শৃঙ্গের নাম বদলে দেওয়া হয়েছে। এর নতুন নাম হয়েছে ‘মাউন্ট ম্যাককিনলে’। খবর- রয়টার্স

 গত সোমবার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ক্ষমতা নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশ জারি করেন। এসব আদেশের মধ্যে নাম পরিবর্তনের বিষয়গুলোও রয়েছে। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ট্রাম্প এমন উদ্যোগ নিয়েছেন।

অভ্যন্তরীণ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী, মেক্সিকো উপসাগর এখন আনুষ্ঠানিকভাবে আমেরিকা উপসাগর (গালফ অব আমেরিকা) নামে পরিচিত হবে। সেই সঙ্গে উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম পরিবর্তন করে মাউন্ট ম্যাককিনলে করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এসব পরিবর্তন যুক্তরাষ্ট্রের অসাধারণ ঐতিহ্য সংরক্ষণের প্রতি জাতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সেই সঙ্গে এগুলো এটাও নিশ্চিত করে, আমেরিকাবাসীর ভবিষ্যৎ প্রজন্ম তাদের বীরদের উত্তরাধিকার ও ঐতিহাসিক সম্পদের গুণকীর্তন করবে।’

আরও পড়ুন

×