ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২০

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২০

মিয়ানমারের হাসপাতাল ও একটি জনবহুল গ্রামে ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলা চালায়। ছবি: ইরাবতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৩:৫৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৩:৫৫

মিয়ানমারের হাসপাতাল ও একটি জনবহুল গ্রামে ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দুই শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

সম্প্রতি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় শান রাজ্যের কিয়াউকমে একটি জেলা হাসপাতালে বিমানবাহিনীর বোমা হামলায় দুই নারী স্বাস্থ্যকর্মীসহ তিনজন নিহত হন। এছাড়া চিকিৎসাধীন থাকা আরও অন্তত ২০ জন গুরুতর আহত হন। বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে হাসপাতালটি।

অন্যদিকে গত রোববার মান্দালয় অঞ্চলের মিংইয়াং টাউনশিপের সিংগুপ গ্রামে স্থানীয় একটি স্কুল লক্ষ্য করে বোমা হামলার পর হেলিকপ্টার থেকে গুলি চালায় জান্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই ১৬ জন ও পরে আহত আরও একজন মারা যান।

আরও পড়ুন

×