ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নারীদের পাকিস্তানে পড়ার অনুমতি দিল তালেবান

নারীদের পাকিস্তানে পড়ার অনুমতি দিল তালেবান

ফাইল ছবি

অন

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ০৫:২৯

তালেবান প্রশাসন শর্তসাপেক্ষে আফগানিস্তানের নারীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে। পুরুষ অভিভাবকদের সঙ্গে নিয়ে যাওয়ার শর্তে এই অনুমতি দেওয়া হয়েছে। তালেবানের পক্ষ থেকে এই ঘোষণাটি গত শনিবার দেওয়া হয়েছে এবং সেদিনই পাকিস্তানে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ওই পরীক্ষায় শত শত আফগান শিক্ষার্থী পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীরা পেশোয়ার ও কোয়েটায় পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

অন্যদিকে, আফগানিস্তানের শিক্ষার্থীদের আগামী দিনে অনলাইনে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সরকারের একজন কর্মকর্তা তালেবানের শর্তাধীন চুক্তি ও আইন মেনে চলা নিশ্চিত করতে অভিভাবকদের ভিসা দেওয়ার বিষয়ে পাকিস্তানের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। এক্সপ্রেস ট্রিবিউন।

আরও পড়ুন

×