শান্তিতে নোবেলের জন্য ইলন মাস্ককে মনোনয়ন

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫ | ২২:৫২
২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন ধনকুবের ইলন মাস্ককে মনোনয়ন দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস জানান, মাস্ককে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন-সংক্রান্ত নথি নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জমা দেওয়া হয়েছে।
বাকস্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে সরব থাকার জন্য ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনয়ন দেওয়া হয়েছে। স্লোভেনীয় রাজনীতিবিদ গ্রিমস মনোনয়ন নিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটি যে ই-মেইল করেছে সেটির স্ক্রিনশটও শেয়ার করেছে।
সেখানে লেখা, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা দেওয়া হয়েছে। রয়টার্স।
- বিষয় :
- ইলন মাস্ক
- নোবেল
- নোবেল পুরস্কার