ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিউমোনিয়ায় মারা গেলেন তাইওয়ানের তারকা অভিনেত্রী

নিউমোনিয়ায় মারা গেলেন তাইওয়ানের তারকা অভিনেত্রী

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:১৫

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাইওয়ানের তারকা অভিনেত্রী বার্বি সু মারা গেছেন। ২০০১ সালে প্রচারিত টেলিভিশন নাটক ‌‘মেটিওর গার্ডেন’-এ রোমান্টিক ভূমিকায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮ বছর। খবর বিবিসির

জাপানে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে ‘বিগ এস’ নামে পরিচিত এই অভিনেত্রী মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ছোট বোন ডি সু। 

এক বিবৃতিতে অভিনেত্রীর বোন ডি বলেন, ‘আমাদের পুরো পরিবার জাপান ভ্রমণে গিয়েছিলাম। আমার প্রিয় ও হৃদয়বান বোন বার্বি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’

তিনি বলেন, ‘এই জীবনে আমি তার বোন হতে পেরে, একে অপরের যত্ন ও একসঙ্গে সময় কাটাতে পেরে কৃতজ্ঞ বোধ করছি। সবসময়ই তার কাছে কৃতজ্ঞ এবং তার অভাব বোধ করব।’

যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বার্বি ঠিক কবে মারা গেছেন সেই তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

×