ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অভিশংসিত হলেন সারা দুতার্তে

অভিশংসিত হলেন সারা দুতার্তে

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। ছবি: সিএনএন

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:৪৬ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:৪৮

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তেকে অভিশংসিত করা হয়েছে। প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়রকে হত্যা, ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বুধবার দেশটির পার্লামেন্টে এ অভিশংসন নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। সংসদে ৩০৬ সদস্যের মধ্যে ২১৫ জন অভিশংসন প্রস্তাবে সমর্থন জানান। সরকারি অর্থের অপব্যবহার ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী পদক্ষেপের নিন্দা না করা নিয়ে সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন তিনি।

সারা তাঁর অভিশংসন বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে তাঁর ভাই পাওলো দুতার্তে বলেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এই অভিশংসন প্রস্তাব এখন সিনেটের ২৪ সদস্যের সামনে উঠবে, যারা একটি অভিশংসন আদালতের মতো কাজ করবেন। দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন

×