ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

লিবিয়ায় নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু

লিবিয়ায় নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু

ছবি: প্রতীকী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:৩৬

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 

মন্ত্রণালয় সোমবার প্রথম এ দুর্ঘটনার খবর জানিয়েছিল। তখন তারা বলেছিল, নৌকাটিতে ৬৩ পাকিস্তানি ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। 

মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ পর্যন্ত ১৬ মৃতদেহ উদ্ধার করা গেছে। তাদের কাছে থাকা পাসপোর্টের ভিত্তিতে তারা পাকিস্তানের নাগরিক বলে শনাক্ত হয়েছেন। বেঁচে যাওয়া ৩৭ জনের মধ্যে একজন হাসপাতালে ও ৩৩ জন পুলিশ হেফাজতে আছেন। এএফপি।

আরও পড়ুন

×