দ. কোরিয়ার কিশোররা ১১ ঘণ্টা বসে কাটায়

ছবি: ড্রিমস টাইম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:৩৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২১:৩৮
দক্ষিণ কোরিয়ার মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনে গড়ে ১১ ঘণ্টা বসেই কাটায়। সম্প্রতি এক গবেষণায় তা জানা গেছে।
সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড এ তথ্য জানিয়েছে।
কোরিয়া ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড সোশ্যাল এফেয়ার্সের (কেআইএইচএস) সমীক্ষায় জানা গেছে, ১৩ থেকে ১৯ বছর বয়সী শিশু-কিশোররা প্রতিদিন গড়ে ১১ ঘণ্টা বসেই কাটায়। ছুটির দিনে এটা কমে ৯ ঘণ্টা ২১ মিনিট হয়।
২০২৩ সালের তথ্যের ভিত্তিতে সমীক্ষাটি তৈরি করা হয়েছে। ২০১৭ সালে সংখ্যাটি ছুটির দিনে পৌনে ৯ ঘণ্টা ও অন্যান্য দিনে ১০ ঘণ্টা ১৯ মিনিট ছিল। দক্ষিণ কোরীয় কিশোরদের মধ্যে ‘বসে থাকার’ প্রবণতা বাড়ছে। সূত্র: সিএনএন
- বিষয় :
- দক্ষিণ কোরিয়া
- কিশোর