ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রাম্পের সমালোচক মার্ক কার্নি হচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

ট্রাম্পের সমালোচক মার্ক কার্নি হচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

মার্ক কার্নি

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫ | ০১:১০ | আপডেট: ১১ মার্চ ২০২৫ | ০৯:২৪

কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হওয়ার দৌড়ে জিতেছেন অভিজ্ঞ অর্থনীতিবিদ, প্রাক্তন ব্যাংকার মার্ক কার্নি। পার্টির নেতৃত্ব নির্বাচনে ৫৯ বছর বয়সী কার্নি ৮৬ শতাংশ ভোট পেয়ে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে হারিয়েছেন। ফলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন। দেশটির ইতিহাসে রাজনীতি না করে তিনিই একমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেন দলটির ১ লাখ ৫২ হাজার সদস্য। নির্বাচনে জিতেই কার্নি ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হবে না। জাস্টিন ট্রুডোর সমালোচনা করে তিনি বলেন, ট্রুডোর সরকার অর্থনীতির দিকে নিবিড় দৃষ্টি রাখতে পারেনি।

এর আগে কার্নি ট্রাম্পের শুল্ক আরোপ নীতির তুমুল সমালোচনা করেন। ট্রাম্পের উদ্দেশে দলীয় সমাবেশে তিনি বলেছিলেন, ‘এমন একজন আছেন যিনি আমাদের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা  করছেন। তিনি কানাডিয়ান কর্মী ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আক্রোশ দেখাচ্ছেন। আমরা তাঁকে সফল হতে দিতে পারি না।’

মার্ক কার্নি চলতি বছরের জানুয়ারি মাসে কানাডার আলবার্টা প্রদেশের অ্যাডমন্টন সিটি থেকে নিজেকে লিবারেল পার্টির পরবর্তী নেতা ও কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এই সিটিতেই তিনি বড় হয়েছেন, শৈশব কাটিয়ে হাইস্কুল সম্পন্ন করেছেন। এর পর তিনি হার্ভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন।

বিশ্বসেরা দুটি গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জন করার পর তিনি নিউইয়র্কের গোল্ডম্যান স্যাকসের মতো কোম্পানিতে  ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ শুরু করেন। পরে তিনি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। পরে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন। মার্ক কার্নি হচ্ছেন বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন।

জাস্টিন ট্রুডো চলতি বছরের প্রথম দিকে লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে পার্টির প্রধান কে হতে পারেন– এই প্রশ্নে কার্নির নাম জোরোশোরে উচ্চারিত হচ্ছিল।

আরও পড়ুন

×