ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সুনিতাদের ফেরাতে উড়ল মাস্কের যান

সুনিতাদের ফেরাতে উড়ল মাস্কের যান

নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে ক্রু–১০ মহাকাশযান। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | ২১:৪৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ | ১১:৪৫

মহাকাশ স্টেশনে আটকে পড়া মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে রওনা করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশযান স্পেসএক্স।

শনিবার সকালে মহাকাশের উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ক্রিউ-১০ মহাকাশযানটি। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন দুই নভোচারী। 

এদিকে মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা দেওয়া ক্রিউ-১০ মহাকাশযানে পাড়ি দিয়েছেন আরও চার মহাকাশচারী। তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি আছেন। তারা হলেন– নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। এনডিটিভি।

আরও পড়ুন

×