ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সৌদিতে সালমান-শাহবাজ বৈঠক

সৌদিতে সালমান-শাহবাজ বৈঠক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫ | ২১:৪২

চার দিনের সরকারি সফরে বুধবার সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে বৈঠক করেছেন তিনি।

বৈঠকে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ পাকিস্তানের প্রতি অব্যাহত সমর্থনের জন্য সৌদি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যৌথ দৃষ্টিভঙ্গির মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও শক্তিশালী হচ্ছে বলে জানান তিনি। শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক এখন গভীর অর্থনৈতিক অংশীদারিত্বে রূপান্তরিত হচ্ছে বলেন শাহবাজ। ডন।

আরও পড়ুন

×