ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মুসলীম লীগের ইফতার পার্টিতে সোনিয়া গান্ধী, জয়া বচ্চন, অখিলেশ যাদবরা

মুসলীম লীগের ইফতার পার্টিতে সোনিয়া গান্ধী, জয়া বচ্চন, অখিলেশ যাদবরা

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) ইফতার পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছবি: সমকাল

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫ | ২২:০৪

দ্য ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) ইফতার পার্টিতে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে এ ইফতার আয়োজন করা হয়।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের অন্যতম সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, কংগ্রেস সাংসদ শশী থারুর, দলের নেত্রী অম্বিকা সোনি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আইইউএমএলের কেরল রাজ্যের প্রধান সৈয়দ সাদিক আলী থাঙ্গাল প্রমুখ।

এর পাশাপাশি সমাজবাদী পার্টির সংসদ সদস্য অভিনেত্রী জয়া বচ্চন, কংগ্রেস নেতা গৌরব গগৈ, ডিএমকে নেতা টি শিবা ও এ রাজা, এমডিএমকে প্রধান ভাইকো, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি ও মহুয়া মৈত্র, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিয়া সুলে, ভিসিকের থোল থিরুমাভালাভন, বিজেপির নিরজ শেখর, কংগ্রেস নেত্রী শামা মহম্মদ, আম আদমি পার্টির (আপ) সঞ্জয় সিংসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই ইফতার পার্টিতে দেখা যায়।

আরও পড়ুন

×