দিল্লির বিচারপতির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মা। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫ | ২২:২৩
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মার বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। তাঁর বাংলোয় আগুন লেগেছিল, সেই সময় তিনি দিল্লিতে ছিলেন না।
পরিবারের সদস্যরাই ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয়। ফায়ার পকেট রয়েছে কিনা, তা দেখতে গিয়েই ফায়ার সার্ভিস কর্মীরা অবাক হয়ে যান। বের করে আনেন কোটি কোটি টাকা।
খবর পেয়েই তড়িঘড়ি কলেজিয়ামের বৈঠক ডাকেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। এ সময় যশবন্ত ভর্মাকে অবিলম্বে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তাঁকে ইমপিচ করা হবে কিনা, তা নিয়েও আলোচনা চলছে। এনডিটিভি।
- বিষয় :
- দিল্লির হাইকোর্ট
- টাকা উদ্ধার
- ভারত