ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

হত্যা মামলা

নিউইয়র্কে টিভি অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড

নিউইয়র্কে টিভি অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড

আদালতে আইজিয়া স্টোকস

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১০:৩৪

২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট অ্যালব্যান্সে এক ব্যক্তিকে হত্যার দায়ে নিউইয়র্কের এক টিভি অভিনেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যা মামলায় অভিনেতা আইজিয়া স্টোকসকে দোষী সাব্যস্ত করে শুক্রবার কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক কেনেথ হোল্ডার এ রায় দেন। ৩৭ বছর বয়সী টাইরন জোনসকে গুলি করে হত্যার দায়ে ৪৫ বছর বয়সী স্টোকসকে দোষী সাব্যস্ত করা হয়। 

অভিযোগপত্র ও সাক্ষ্য অনুযায়ী, ২০২০ সালের অক্টোবর মাসে কুইন্সের একটি ক্লাবে জোনসের জন্মদিনের পার্টিতে স্টোকস ও জোনসের মধ্যে দেখা হয়। সেখানে অভিনেতা নারী অতিথিদের প্রতি অনুচিত আচরণ করলে তাদের মধ্যে বিবাদ বাধে। জোনস তাকে পার্টি ছেড়ে যেতে বলেন। পরে স্টোকস পার্টির অন্য অতিথিদের সঙ্গে হাতাহাতিতে আহত হন। ২০২১ সালের ২৯ জানুয়ারির দিকে স্টোকস জোনসের গাড়ির নিচে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেন এবং হত্যাকাণ্ডের দিন জোনসকে খুঁজে বের করার জন্য এটি ব্যবহার করেন।

২০২১ সালের ৭ ফেব্রুয়ারি দুপুরে স্টোকস একটি হ্যান্ডগান বের করে জোনসের গাড়ির দিকে ১১ বার গুলি ছোড়েন। জোনসের মাথা ও বুকে একাধিক গুলি লাগে। ওই বছরের ১৬ জুলাই স্টোকসকে তার অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন

×