ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইয়েমেনে ২ কোটি মানুষের সহায়তা প্রয়োজন

ইয়েমেনে ২ কোটি মানুষের সহায়তা প্রয়োজন

ছবি: আনাদুলু

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫ | ২২:০৯

মধ্যপ্রাচ্যের সংঘাতপীড়িত দেশ ইয়েমেনে বেঁচে থাকার জন্য সহায়তার ওপর সরাসরি নির্ভরশীল প্রায় ২ কোটি মানুষ। জাতিসংঘের শরণার্থী নিরাপত্তাবিষয়ক অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। 

২০২৫ সালে ১১তম বছরে পা রেখেছে ইয়েমেনের সংঘাত। শিগগিরই এই সংঘাত থামার কোনো সম্ভাবনা যেমন নেই, তেমনি  জনগণের ভোগান্তি লাঘবের আশাও নেই। 

বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির স্পটলাইট থেকে অনেকটুকু সরে গেছে ইয়েমেনের যুদ্ধ। বর্তমানে ইয়েমেনে সহায়তার ওপর সরাসরি নির্ভরশীল প্রায় ২ কোটি মানুষ। সহায়তার প্রবাহ ব্যাহত হলে তাদের জীবন ধারণ চরম ঝুঁকির মধ্যে পড়বে বলেছে জাতিসংঘের সংস্থাটি।


 

আরও পড়ুন

×