ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মিয়ামনারে নির্বাচন ডিসেম্বরে

মিয়ামনারে নির্বাচন ডিসেম্বরে

মিয়ানমার জান্তাপ্রধান মিন অং হ্লাইং। ছবি:রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ | ০৭:০৬

মিয়ানমারের জান্তা সরকার তাদের বৈধতা ও আসন্ন নির্বাচন নিয়ে সমর্থনের জন্য অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবে। তারই অংশ হিসেবে আগামী সপ্তাহে বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন মিয়ানমার জান্তাপ্রধান মিন অং হ্লাইং।

সফর সম্পর্কে অবগত তিন কর্মী শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মিন অং হ্লাইং বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে সাধারণ নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। মিয়ানমারে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে জান্তা সরকার।

আগামী ৩ ও ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। সম্মেলন চলাকালে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছে তাঁর প্রশাসন। সম্মেলনে জান্তাপ্রধানের অংশগ্রহণ একটি বিরল ঘটনা হতে যাচ্ছে। রয়টার্স।

আরও পড়ুন

×