ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে আদালতে প্রিন্স হ্যারি

যুক্তরাজ্যের আদালতে হাজিরা দিয়েছেন প্রিন্স হ্যারি। ছবি: এনবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫ | ১২:১৪
যুক্তরাজ্যের আদালতে হাজিরা দিয়েছেন দেশটির রাজপরিবার থেকে স্বেচ্ছা নির্বাসন নেওয়া সদস্য প্রিন্স হ্যারি। ২০২০ সালে সব ধরনের রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মারকেল।
যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এই তারকা দম্পতি। সেই সময় থেকেই হ্যারি যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্যদের সব সুযোগ-সুবিধা পান না। এ নিয়েই দীর্ঘদিন চলছে আইনি লড়াই।
এএফপি জানায়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ওই মামলা সূত্রে আপিল আদালতে হাজিরা দেন হ্যারি। রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ব্রিটেনে অবস্থানকালে তাঁর জন্য নির্ধারিত ব্যক্তিগত নিরাপত্তার মাত্রা কমিয়ে দেওয়া হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন হ্যারি।
সেখানে যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্যদের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তিনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন হ্যারি। সেটা নিয়েই দীর্ঘদিন ধরে চলছে আইনি লড়াই। সে সময় আদালতে ৫০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। তিনজন বিচারক ছিলেন। প্রচুর সাংবাদিকও ছিলেন তখন। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন হ্যারি। বিবিসি।
- বিষয় :
- প্রিন্স হ্যারি
- যুক্তরাজ্য
- আদালত