ট্রাম্পের কথা না শোনায় হার্ভার্ডের তহবিল স্থগিত
‘নিয়ন্ত্রণে’ নেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের, ওবামার নিন্দা

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ | ০০:৪৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ | ০৬:৫৪
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২২৬ কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিষ্ঠানটি হোয়াইট হাউসের কিছু দাবি প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসগুলোয় ইহুদিবিদ্বেষ মোকাবিলা করতে গত সপ্তাহে হার্ভার্ডকে একগুচ্ছ দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিল হোয়াইট হাউস।
এর মধ্যে পরিচালনা পদ্ধতির পরিবর্তন, লোকবল নিয়োগ পদ্ধতি ও ভর্তি প্রক্রিয়ার মতো বিষয়গুলো ছিল। গত সোমবার সেটি প্রত্যাখ্যান করে হার্ভার্ড বলেছে, হোয়াইট হাউস তাদের ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার চেষ্টা করেছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
হোয়াইট হাউস যেসব পরিবর্তন আনার প্রস্তাব করেছিল, তাতে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমে পরিবর্তন আসত এবং ব্যাপক আকারে সরকারের নিয়ন্ত্রণ হতো। গাজায় ইসরায়েলের গণহত্যায় সমর্থন ও সামরিক সহায়তা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভের সময় বড় বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার হার্ভার্ড কমিউনিটিতে দেওয়া একটি চিঠিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, আমরা প্রশাসনকে অবহিত করেছি, আমরা তাদের প্রস্তাবগুলো গ্রহণ করছি না। স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে বিশ্ববিদ্যালয় কোনো ছাড় দেবে না।
অ্যালান গারবারের চিঠি পাঠানোর কিছুক্ষণ পরই মার্কিন শিক্ষা বিভাগ ঘোষণা করে, তারা হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ২২০ কোটি ডলারের অনুদান এবং ৬ কোটি ডলারের চুক্তিভিত্তিক অর্থায়ন তাৎক্ষণিকভাবে স্থগিত করছে।
তহবিল স্থগিত করাকে ‘বেআইনি এবং দখলে নেওয়ার প্রচেষ্টা’ বলে অভিহিত করে শিক্ষা বিভাগের নিন্দা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ‘শিক্ষাগত স্বাধীনতা স্তব্ধ করার’ ফেডারেল প্রচেষ্টাকে অমান্য করার জন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও আহ্বান জানিয়েছেন।
এদিকে, আগের ঘোষণা উল্টে দিয়ে চীনের তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্যে কোনো শুল্ক ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বিরল কয়েকটি খনিজ পদার্থ ও চুম্বক রপ্তানি বন্ধ ঘোষণা করেছে চীন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ তুলেছে বেইজিং।
- বিষয় :
- তহবিল অনুমোদন