ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ায় নির্বাচনে বিরোধীদের ভরাডুবি, লিবারেল পার্টিতে টানাপোড়েন

অস্ট্রেলিয়ায় নির্বাচনে বিরোধীদের ভরাডুবি, লিবারেল পার্টিতে টানাপোড়েন

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫ | ২২:১৫

অস্ট্রেলিয়ায় সদ্য অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে বিরোধী দল লিবারেল পার্টি তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের মুখে পড়েছে। শুধু দল নয়, নিজ আসনেও হেরে গেছেন দলনেতা পিটার ডাটন। তাই গত ২৪ বছর ধরে কুইন্সল্যান্ডের ডিকসন আসনের সংসদ সদস্য থাকা ডাটন এখন আর পার্লামেন্টের সদস্য নন।
 
বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার ইতিহাসে তিনিই প্রথম বিরোধী দলনেতা যিনি নির্বাচনে নিজের আসন খুইয়েছেন। যা দেশটির রাজনীতিতে নজিরবিহীন। একে বলা হচ্ছে ‘ডাটন এক্সপেরিমেন্টে’র চূড়ান্ত ব্যর্থতা।

লিবারেল এমপি কিথ ওলাহান বলেছেন, ‘মানুষ আমাদের একটি বার্তা দিয়েছে, সেটি শুনতে হবে’। অনেকে মনে করছেন, ডাটনের ট্রাম্পসুলভ প্রচার ভোটারদের বিরক্ত করেছে। নির্বাচনে ভরাডুবির পর দলটি নিজেদের পুনর্গঠনের চাপে পড়েছে এবং ডাটনের পরিবর্তে নতুন নেতৃত্ব খুঁজছে।

রয়টার্স জানায়, নির্বাচনে বড় জয় পেয়ে দ্বিতীয় মেয়াদে কাজ শুরু করেছে অ্যান্থনি আলবানিজের সরকার। রোববার সিডনির নিজ নির্বাচনী এলাকায় একটি কফি শপে সমর্থকদের সঙ্গে নাস্তা করে সাংবাদিকদের আলবানিজ বলেন, অস্ট্রেলিয়ান জনগণ বিভাজনের নয়, ঐক্যের পক্ষে ভোট দিয়েছে। তিনি জানিয়েছেন, নতুন সরকার গৃহনির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উৎপাদনশীলতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করবে।
 
এখন পর্যন্ত ৯০টির বেশি আসনে লেবার পার্টি এগিয়ে রয়েছে, যেখানে লিবারেল জোটের আসন সংখ্যা নেমে এসেছে ৪০টিরও নিচে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু এক দলের পরাজয় নয় বরং পুরো অস্ট্রেলিয়ার রাজনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত।

আরও পড়ুন

×