কাশ্মীর সংকট
আবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানের ভারতে মহড়া কাল
সার্বভৌমত্বের লঙ্ঘন পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলার হুঁশিয়ারি পাকিস্তানি সেনাপ্রধানের

ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৫ | ০০:৫৭ | আপডেট: ০৬ মে ২০২৫ | ১১:১১
পেহেলগামে হামলাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তান উভয় পক্ষই নানা প্রস্তুতি নিচ্ছে। গতকাল সোমবার পাকিস্তান আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে বিরল প্রতিরক্ষা মহড়া চালানোর নির্দেশনা দিয়েছে। আগামীকাল বুধবার এ মহড়া অনুষ্ঠিত হবে। থেমে নেই সীমান্তে উত্তেজনাও। কাশ্মীর সীমান্তে রোববার ১১তম রাতে গোলাগুলি হয়েছে।
পাকিস্তানের মহড়া প্রসঙ্গে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, শীর্ষ সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে ‘ফাতাহ’ নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ১২০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। পাকিস্তান আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, সামরিক বাহিনীর আভিযানিক প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এ পরীক্ষা চালানো হয়েছে। গত কয়েক দিনের মধ্যে এটি দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।
অন্যদিকে, ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনে আগামীকাল বুধবার দেশটির বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়া চালানো হবে। এনডিটিভি অনলাইন জানায়, যে সময় এ মহড়ার নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার, সেটি গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ভারতে বিরল। এর আগে ১৯৭১ সালে এমন মহড়া হয়েছিল। পাশাপাশি সীমান্তে অতিরিক্ত ১৭ হাজার বিএসএফ সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে ভারত। এর একটি বড় অংশই থাকবে পাকিস্তান সীমান্তে।
গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দোষারোপ করলে তারা তা অস্বীকার করছে। এ অবস্থায় সম্ভাব্য হামলার বিষয়ে ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে পাকিস্তান পূর্ণ সামরিক শক্তি দিয়ে’ তার জবাব দেবে।
এনডিটিভি অনলাইন জানায়, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি পেহেলগামে হামলার নিন্দা ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে জানান, রুশ প্রেসিডেন্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে তিনি হামলাকারীদের বিচারের আওতায় আনার ওপরেও জোর দেন। ফোনালাপে মোদি রুশ প্রেসিডেন্টকে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য ‘বার্ষিক সম্মেলনে’ যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এদিন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের প্রত্যাশা, উত্তেজনা নিরসনে দু’পক্ষ কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি তিনি জানান, তারা সীমান্তে উত্তেজনা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
- বিষয় :
- পাকিস্তান
- যুদ্ধ
- কাশ্মীর সংকট