ইসরায়েলি-মার্কিনি জিম্মির মুক্তি দিল হামাস

পরিবারের সঙ্গে এডান আলেক্সান্ডার (মাঝে)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৫ | ০২:৪৯ | আপডেট: ১৩ মে ২০২৫ | ০২:৫০
ইসরায়েলি-মার্কিনি জিম্মি এডান আলেক্সান্ডারের মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজার সশস্ত্র সংগঠন হামাস। সোমবার ১৮ মাস পর তাকে মুক্তি দেয় সংগঠনটি।
ইসরায়েলের অংশগ্রহণ ছাড়াই হামাসের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র। এর ভিত্তিতে ২১ বছরের এডান মুক্তি পেয়েছেন।
সিএনএন জানায়, গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এডানকে তারা রেড ক্রসের হাতে তুলে দেয়। পরে তিনি ইসরায়েলে তার পরিবারের কাছে পৌঁছান।