ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তীব্র মতবিরোধ নিয়ে তুরস্কে মুখোমুখি রাশিয়া-ইউক্রেন

পুতিনের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব’ দেখা করতে চান ট্রাম্প

তীব্র মতবিরোধ নিয়ে তুরস্কে মুখোমুখি রাশিয়া-ইউক্রেন

বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ১৬ মে ২০২৫ | ১৮:৩৭ | আপডেট: ১৬ মে ২০২৫ | ২১:৩৫

তিন বছর পর আবারও একই কক্ষে বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। বসফরাসের তীরে তুরস্কের ইস্তাম্বুলে এই শান্তি আলোচনা শুরু হলেও দু’পক্ষের মধ্যে যে তীব্র মতবিরোধ, তার প্রমাণ মিলেছে শুরুতেই। আন্তর্জাতিক রীতিনীতিতে সাধারণত বৈঠকের আগে করমর্দন করে একে অন্যকে স্বাগত জানায় আলোচক দু’পক্ষই। কিন্তু এই রেওয়াজ স্রেফ এড়িয়ে গেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। এতে আরও স্পস্ট হয়েছে দু’দেশের সম্পর্কের টানাপোড়েন। খবর রয়টার্স

ইউক্রেন বলছে, তারা যুদ্ধ বন্ধ করতে এখনই একমত হতে চায়। অন্যদিকে রাশিয়া বলছে, তারা যুদ্ধের ‘মূল কারণ’ নিয়ে আলোচনা করতে চায়। রাশিয়ার উত্থাপিত এই মূল কারণ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, এর মানে ইউক্রেনের স্বাধীন অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলা।

রাশিয়ার একজন প্রতিনিধি বলেছেন, কিছু বিষয়ে আপস করা যেতে পারে, তবে সেটা কীভাবে হবে, তা পরিষ্কার নয়। অন্য রুশ প্রতিনিধিরা এখনও ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়া ও পাঁচটি ইউক্রেনীয় অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার আগের দাবিতেই আছেন। এসব শর্তকে একেবারেই অগ্রহণযোগ্য বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফলে বোঝা যাচ্ছে, শান্তির পথ ততটাও সহজ হবে না।

এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার অংশ হিসেবে ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহজে প্রাসাদে ত্রিপক্ষীয় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং তুরস্ক। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের ইউক্রেনবিষয়ক বিশেষ দূত জেনারেল কিথ কেলগ। ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক। বৈঠকের মধ্যস্থতা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি ‘যত দ্রুত সম্ভব’ দেখা করতে চান। ট্রাম্পের ভাষায়, ‘পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না। এখনই সময় এগিয়ে যাওয়ার, আমরা এটা সম্পন্ন করব।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনার আগে বলেছেন, এই বৈঠক থেকে তাঁর ‘উচ্চ আশা’ নেই। অন্যদিকে জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই আলোচনাকে যথেষ্ট ‘গুরুত্ব দিচ্ছে না’ বলেই মনে করছেন তিনি। তবে ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইস্তাম্বুলে প্রতিনিধি দল পাঠিয়েছেন তিনি।

 

আরও পড়ুন

×