ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুইজারল্যান্ডে হিমবাহ ধসে গ্রাম ধ্বংস

সুইজারল্যান্ডে হিমবাহ ধসে গ্রাম ধ্বংস

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ০৭:৪৮

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় একটি হিমবাহ ধসের ঘটনা ঘটেছে। হিমবাহের বরফ, কাদা ও পাথরের স্রোতে চাপা পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি গ্রাম। বুধবারের এ ঘটনায় একজন নিখোঁজ হয়েছেন। ব্লাটেন নামে এই গ্রামে ধসের আশঙ্কায় মানুষকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। 

সুইস জাতীয় সম্প্রচারমাধ্যম এসআরএফে প্রচারিত ড্রোন ফুটেজে দেখা গেছে, ব্লাটেন গ্রাম ও পাশের বনভূমি কাদা ও পাথরের প্রবল ঢলে ঢেকে গেছে। 

এক সংবাদ সম্মেলনে ব্লাটেন গ্রামের মেয়র মাত্তিয়াস বেলভাল্ড বলেন, আমরা আমাদের গ্রাম হারিয়েছি। গ্রামটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে আমরা আবার সব কিছু নতুন করে গড়ে তুলব। 

ভ্যালেইস ক্যান্টনের কর্মকর্তা স্টেফান গ্যানজার সুইস গণমাধ্যমকে জানান, ব্লাটেন গ্রামের প্রায় ৯০ শতাংশ শিলাধসে ঢেকে গেছে। এএফপি।

আরও পড়ুন

×