ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সৌদি আরবে ১২০ সরকারি কর্মী গ্রেপ্তার

সৌদি আরবে ১২০ সরকারি কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ২০:১৫

সৌদি আরবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ১২০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ মাসের শুরু থেকে সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ৪৩৫ জন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থা নাজহা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার নাজহার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আটককৃতরা স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, নগর প্রশাসন, আবাসন, মানবসম্পদ উন্নয়ন, পরিবহন, স্বাস্থ্য, জাকাত, কর এবং কাস্টমস বিভাগের। সরকারের প্রায় সব গুরুত্বপূর্ণ বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন গ্রেপ্তার ১২০ জনের তালিকায়। প্রত্যেকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রয়টার্স।
 

আরও পড়ুন

×