ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞার হুমকি মাখোঁর

ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞার হুমকি মাখোঁর

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ২০:৪৫

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, গাজার মানবিক সংকটে তেল আবিব সাড়া না দিলে তাঁর সরকার ইসরায়েলের বাসিন্দাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। সিঙ্গাপুর সফরকালে শুক্রবার এ কথা বলেন তিনি।

মাখোঁ বলেন, গাজা যখন চরম ক্ষুধার সংকট মোকাবিলা করছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকতে পারে না। 

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স অংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আগামী দিনগুলোতে যদি কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা সম্মিলিতভাবে কঠোর হতে যাচ্ছি। 

ম্যাক্রোঁ বলেন, ইসরায়েল মানবাধিকারের বিষয়টি মেনে চলছে—এ ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসার সময় এসেছে।

তিনি বলেন, আশা করি, ইসরায়েল সরকার তাদের অবস্থানে পরিবর্তন আনবে এবং শেষ পর্যন্ত আমরা একটি বাস্তব মানবিক সাড়া দেখতে পাব। খবর আলজাজিরা

আরও পড়ুন

×