মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আস্থা ভোটের আগে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন লুভাসান্নামস্রাইন ওয়ুন-এর্দেন। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ২২:২২
পার্লামেন্টে আস্থা ভোটে হারার পর মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভাসান্নামস্রাইন ওয়ুন-এর্দেন পদত্যাগ করেছেন। ওয়ুন-এর্দেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েকদিনের গণবিক্ষোভের পর এ আস্থা ভোট হলো।
ওয়ুন-এর্দেনের ছেলের জাঁকজমকপূর্ণ জন্মদিনের পার্টি ও বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা ওই গণবিক্ষোভ উস্কে দিয়েছিল। ২০২১ সালে ক্ষমতায় বসা ওয়ুন-এর্দেন পদত্যাগ করলেও আপাতত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
আগামী ৩০ দিনের মধ্যে তাঁর উত্তরসূরি বেছে নেওয়া হবে। ১২৬ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তাঁর ন্যূনতম ৬৪ ভোট লাগত। কিন্তু আস্থা ভোটে রায়ই জানান ৮২ আইনপ্রণেতা। তার মধ্যে ৪৪ জন ওয়ুন-এর্দেনের পক্ষ নেন, ৩৮ জন যান বিপক্ষে। বিবিসি।
- বিষয় :
- পদত্যাগ