এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৮:৪৭
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা করা এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
তিনি আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ‘ভয়াবহ দৃশ্য’ হিসাবে উল্লেখ করে লেখেন, ‘বিমানটিতে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন।’
‘এই পরিস্থিতির সবরকম আপডেট আমি পাচ্ছি। বিমানটির যাত্রী ও আদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো,’ তিনি আরও যোগ করেন।
বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে, বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন। সূত্র: বিবিসি
- বিষয় :
- ভারত
- বিমান বিধ্বস্ত
- শোক প্রকাশ