ভারতে বিমান বিধ্বস্তের ঘটনার কিছু ছবি

উড্ডয়নের পর এই বিমানটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর আছড়ে পড়ে। ছবি: সিএনএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫ | ২০:৩৯ | আপডেট: ১২ জুন ২০২৫ | ২১:২৮
ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুই শতাধিক যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি। আজ বৃহস্পতিবার বেলা ১টা ১৭ মিনিটে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। একে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলা হচ্ছে। খবর বিবিসির
ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। পুলিশের বরাতে বার্তাসংস্থা রয়টার্স বলছে, বিধ্বস্ত বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন।
বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার।
আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই যেখানে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি, সেই এলাকার কিছু ছবি তুলে ধরা হল আপনাদের জন্য। এসব ছবি দেখে একটা ধারণা পাওয়া যাবে যে জনবহুল এলাকায় কীভাবে ভেঙে পড়েছে বিমানটি।
- বিষয় :
- ভারত
- বিমান বিধ্বস্ত