ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইসরায়েলের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত ও দুই পাইলটকে আটকের দাবি ইরানের

ইসরায়েলের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত ও দুই পাইলটকে আটকের দাবি ইরানের

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ১৯:৩১

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের মোট তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। পাশাপাশি দুজন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করা হয়েছে। খবর তেহরান টাইমসের 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধবিমান। এ ছাড়া গতকাল দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। তিন যুদ্ধবিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অন্য দুজন ইরানের হেফাজতে রয়েছে।

এদিকে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

উল্লেখ্য, ইসরায়েল গতকাল শুক্রবার ভোরে ইরানে হামলা চালায়। এর জবাবে আজ শনিবার ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবর ও ছবি থেকে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল তাই নয়, বস্তুগত ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে।

আরও পড়ুন

×