ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ‘অযৌক্তিক’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ‘অযৌক্তিক’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ২০:৫২

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা করা ‘অযৌক্তিক’। ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বর্তমান পরিস্থিতি, যাকে তিনি ইসরায়েলের ‘বর্বরতা’ বলে অভিহিত করেছেন, তাতে আলোচনা ন্যায্য হতে পারে না।

ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পরপরই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে এর জন্য দোষারোপ করেছিল।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনও এ বিষয়ে আশাবাদী বলেই মনে হচ্ছে। এরইমধ্যে তিনি ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

এখন পর্যন্ত, এপ্রিল এবং মে মাসে ওমানের মধ্যস্থতায় পাঁচ দফা আলোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান।

যেখানে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষটিই প্রধান হিসেবে বলা হচ্ছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার অর্থ হল, পুরনো স্থাপনাগুলো পুনরায় তৈরি করতে দেশটির আরো সময় লাগবে। সূত্র: বিবিসি

আরও পড়ুন

×