ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে: ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে: ইরানের প্রেসিডেন্ট

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ২১:২৫ | আপডেট: ১৫ জুন ২০২৫ | ২১:৪৫

হামলা না থামালে ইসরায়েলকে ‘আরও কঠোর জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

টেলিফোনে আলাপকালে তিনি এটাও উল্লেখ করেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং ‘দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলি হামলার জবাব দিয়েছে। সূত্র: বিবিসি

আরও পড়ুন

×