ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফের এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ

ফের এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ

এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ উড়োজাহাজ।

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ১২:০১

মাত্র ৩২ সেকেন্ডের বেশি আকাশে উড়তে পারেনি লন্ডনগামী উড়োজাহাজ। এয়ার ইন্ডিয়ার বি ৭৮৭ উড়োজাহাজ বিধ্বস্ত পাইলট-ক্রুসহ ২৪১ যাত্রী প্রাণ হারায়। উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার করে তদন্ত চলছে। এখনও সরানো হচ্ছে ধ্বংসস্তূপ। এরই মধ্যে আবারও ইঞ্জিনে ত্রুটি দেখা দিলো এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে।

জানা যায়, সোমবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ উড়োজাহাজ। জানা যায়, সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল এই উড়োজাহাজটি। কিন্তু কলকাতার কাছে এসেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। দ্রুত অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। দীর্ঘ সময় বিমানেই বসে থাকেন যাত্রীরা। সকাল ৫টা ২০ মিনিটে বিমান থেকে নেমে যেতে বলা হয় যাত্রীদের। এরপর লাউঞ্জে চলে যান তারা। সব যাত্রী নিরাপদে আছেন বলে জানায় কর্তৃপক্ষ।

বারবার উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার ঘটনায় আশঙ্কার মেঘ দেখছেন যাত্রীরা। কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ কলকাতা থেকে গাজিয়াবাদ যাওয়ার পথে বিভ্রাটের মুখে পড়ে। বে থেকে রানওয়ের দিকে গিয়েও আবার ফিরে আসে। পরিস্থিতি এমন হয় যে যাত্রীদের নামিয়ে অন্য বিমানে তুলে দেওয় হয়।

আরও পড়ুন

×