ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা কঠিন: সাবেক পরমাণু পরিদর্শক

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১৫:২৯ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ১৭:১৫
জাতিসংঘের পরমাণুবিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফরদো মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে, যা “ধ্বংস করা কঠিন”।
বিবিসি রেডিও ফাইভের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে।
অলব্রাইট ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা।
তার মতে, এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘসময়ের জন্য বন্ধ করাতে পারে। আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে।
ইরান ফরদো পারমাণবিক স্থাপনা তৈরি করেছে দেশটি পরমাণু কর্মসূচির অংশ হিসেবে। সূত্র-বিবিসি
- বিষয় :
- পরমাণু
- পরমাণু বিজ্ঞানী