ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তেহরান থেকে হঠাৎ ওমানে গেল ৩ উড়োজাহাজ

তেহরান থেকে হঠাৎ ওমানে গেল ৩ উড়োজাহাজ

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ০৩:০৬

তেহরান থেকে আজ বুধবার মধ্যরাতে তিনটি উড়োজাহাজ ওমানে গেছে। এর মধ্যে ইরান সরকারের ব্যবহৃত দুটি এবং একটি বেসরকারি উড়োজাহাজ রয়েছে। যদিও ইরানি কর্তৃপক্ষ এখনও ওমানে কোনও আনুষ্ঠানিক সফর বা উচ্চপর্যায়ের বৈঠকের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি।

উড্ডয়ন নজরদারি সাইটের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, আল জাজিরা কর্তৃক যাচাই করা ফ্লাইট-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইরানের সরকারের রেজিস্টারভুক্ত দুটি উড়োজাহাজ ওমানের রাজধানী মাসকাটে অবতরণ করেছে।

এছাড়া ইরানের বেসরকারি বিমান সংস্থা ‘মেরাজ এয়ারলাইনস’-এর আরেকটি বিমানও মাসকাটে নেমেছে বলে জানা গেছে। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও ওমানে কোনো আনুষ্ঠানিক সফর বা উচ্চপর্যায়ের বৈঠকের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

আরও পড়ুন

×